----------
লাল ঠুক ঠুক শাড়ি পরে
এসেছিল যেদিন কৃষানী ঘরে,
সেদিন দেখেছিনু সুখের চাহনী
ঠুস পড়া গালে লাস্যময়ী হাসিঁ ।


১৬টা বছর পরো জমিনে আবাদ
ক্লান্তিহীন দাসত্ব করেছি মহাজনের,
ঘুচেঁনি দুরাশা স্বপ্ন শুধু স্বপ্ন
লেগে আছে বদনে কষ্টের ধ্রুবতারা ।


ষোডসী বউয়ের সারাটা দেহে
আছঁল ভরা ক্লান্তি মাখা ,
কাঙ্গালীর হস্ত শুন্য তবু ও
এলোনা নবদুত কষ্টনাশি ।


দেখিনী কখনও আত্বঁহারা
ক্লান্তিময় আখিঁতে নেই জ্বল ,
অনযোগ অনুশোচণা শুনিনী ও মুখে
তবু স্বপ্ন দেখে রচিবে মুক্তিরপথ ।