---------
আমার জীবন নৌকার
সোয়ারী হয়ে,
মিশে হয়েছিলে একাকার,
হঠাৎ কেন অন্য নৌকায় !
কি দোষ ছিল মোর !
আমি কি দেয়নি !
উত্তপ্ত সুর্য্যের আলো,দেয়নি-- !
পুর্নিমার জ্যোৎস্নার আলো!
হয়তো দিতে পারিনী ,
বিলাস বহুল জীবন যাপনের চাহিদা ।


তাই কি !
আমার নৌকার সাথে
অন্য নৌকার ঘর্ষন করালে !
তোমার স্পর্শিত অনল রৌদ্রে
বিষ মাখানো লাভা স্রোতে,
শুধু তোমার আত্ব সন্তোষ্টির জন্য ,
শত কষ্টের মাঝে ও,
এ দেহের গড়াগড়ি দিয়েছি,
এরপর ও কেন দেবী তুষ্ট নও !


কষ্টমাখা মেঘের জলে
পোড়াবুকে দগ্ধ প্রস্বেদনে
অপ্রত্যাশিত সমীকরণের জলন্ত স্রোতে,
গাঁ ভাসিয়েছি আজম্ম আধাঁরে
রামধনুর দিকবলয়ে অনাকাঙংখিত
কষ্টভরা আমৃত্যেু,
উপত্যাকায় দ্রুতগামী জলস্রোতে
তোমকে দিয়েছিলাম মধুময় ভালবাসা ,
তবু কেন দেবী তুমি তুষ্ঠ নও !