একুশ
তুমি বলো,
আমার অপরাধ কি !
আমার মায়ের ভাষাধিকার চেয়েছি
মাতৃভাষা চর্চা করা কি অপরাধ!
কেন আমার ভাইয়ের বুকে চালালে বুলেট ?


তুমি
হলে হন্তারক ,
ভুমিকম্প আর ভুমিধ্বস ,
ধ্বংস করলে নিরীহ জীবন ।
রক্তাক্ত করলে বাংলার সবুজ প্রান্তর
নিয়ে গেলে নিরীহ নিঃষ্পাপ ভাইদের জীবন ।


নিয়ে
দমাতে পারলে ?
মাতৃভাষা তোমার লকারে ?
তোমার পরমানু বোমার উপরে
দাড়িয়ে ,নিদারুন পরাজয় হয়েছে তোমার ,
দামাল ছেলেরা আদায় করে নিয়েছে মাতৃভাষা ।


গেলে
পরাজয় বরণে ,
দিয়ে একুশে ফেব্রুয়ারী,
নিজের ফাদেঁ নিজেই কেদেঁ ।
চিরন্তন পৃথিবীতে প্রজম্ম থেকে প্রজম্ম,
ধ্বংসযজ্ঞের ঘৃনা ধিক্কার আর্ন্তজাতিক ভাবে পালিত ।