ভগ্ন দেহের অসহ্য যন্ত্রনায় জননীর গড়াগড়ি
কোলে নিয়ে জননীকে স্ব্যাস্থ্যলয়ে ছুটোছুটি ,
যেখানে যাই সেখানে পরীক্ষা
যন্ত্রে নীরিক্ষা রোগ,
সেবকের কাজটা
কি?


পাইনি সেই সেবক ,শরীরে চিহ্নিত রোগ
সেবার চেয়ে ব্যবসার প্রতি যোগ
অর্থনৈতিক দিগম্বরে কষ্ট ভোগ
মায়ের অঝোরে কান্না ,
প্রকৃত সেবক
কোথাই ?


ডাক্তার যদি সেবক হয়ে সেবা দিতেন
ভগ্নদেহের বাংলা মা মুক্তি পেতেন ,
ধ্বংশ হতো কষ্টের অর্থনাশী
হতো যদি সেবকরূপী
বেদনা মুক্ত
যন্ত্রনা ।