-----------------


বসন্তের
এ বাসন্তি
বিকালে, এসো মহুয়া ,
বাসন্তি রঙের শাড়ি পরে
গোধুলীর শুভক্ষনে পাশে একান্ত নির্জনে
মন রাঙিয়ে তুলি লাবণ্য বদন দর্শনে ।


গোধুলী
লগনের পুর্বক্ষনে
হৃদয় বীণার সুতানে
সুরেলা কাব্যে রচিয়ে মনে
প্রেমোসুধা ঢেলে জড়িয়ে নিবিড় আলিঙ্গনে
হারিয়ে যাই দুজনে সাঝেঁর এ সন্ধ্যাক্ষণে ।


লগনে
তোমাতে আমাতে
নত মস্তকে লজ্জাতে ,
ধরে চিবুক তুলে বদন
পলকহীন তাকিয়ে উত্তপ্ত প্রেমোময় দর্শনে
মিটাবো অতৃপ্ত পিপাসা মধুভরা ওষ্ঠ চুম্বনে ।