সকাল গত            বিকাল শেষ
সন্ধ্যা আসন্ন          জীবন অনন্তে,
নিঃসঙ্গ মনে          কেন জাগিলো
কবিতা লিখার        অসীম সুচনা ।
লিখিবো কি           নীরব সমস্যা
বঙ্গমাতার দেহে      আছে জুড়িয়া,
ভাবিতে বিষয়        কষ্টের অনলে
নিরবে রক্তক্ষরণ     সমস্যার দাবানলে ।
পাহাড়সম কষ্ট        মানব পথভ্রষ্টে
কেমনে করি          আমি কবি,
অজস্র কষ্ট             করিবো নষ্ট
ছিলামতো ভালো     সাদাসিদে মনে।
বেড়েছে হতাশা       লিখনীতে নিরাশা
বঙ্গমাতার জনতা     মরবিতো মর
তারপরও দেয়        রাজকোষের কর
আমি অপারগ         ধৈর্য্য স্রষ্টার ।