নয়ন
খুলিয়া দুরান্তে,
একটু সুখের প্রান্তে
পাদুকা সঙ্গী বিষাদক্লিষ্ট বদনে,
কষ্টের কান্না হয়তো মৃত্যুর দ্বারান্তে
স্বার্থক নয়তো কুপোকাত ,যা আছে ললাটে ।


বারী
শুণ্য নয়নে ,
অজানা অদৃশ্য আকর্ষনে
মৃত্যুর সিনড্রোমে নিদ্রায় তন্দ্রায়নে ,
মন্দনা একটাতো হবে অলসতা পরিহায়নে ,
অতীষ্ঠ জঞ্ঝাল সরিয়ে মৃত্যু নয়তো সুজীবনে ।


নেই
আজ পিছুটান ,
হতে হবে আগোয়ান,
জ্বুলুক যন্ত্রনার তেজস্ক্রিয় দহণে ।
অনাহারী জড়বস্তুর নিঃশ্বেষ হউক জীবন ,
দুর হউক অলসতা, আসুক নবত্বের আবিস্করণ ।