এ বসন্তে স্মরণে এলো
সেই বসন্তের মধুময় কথন ,
আমারে বসাইয়া শংঙনদী তটে ,
ওগো সখী –।
হেলিয়ে দুলিয়ে আসিতে মৃদুপায় ,
হেলে পড়া গোঁধুলী বেলায় ।


আজ সবই স্মৃতি-
হতাশা ভরা বদনে
নীদহীন নয়নে,
সখীরে বহে যায় মোর বেলা ,
আকুল তিয়াসে প্রেমের পিয়াসে ,
স্মরণে আসে বিয়োগ হওয়া আনন্দক্ষণ ,
কুসুম কুসুম প্রেমো খেলা ।


চৌদিকে তারাহীন আধাঁরে
আজি এ বসন্তে আমার বৈরাগ্য ,
উদাসীনতার জল জোয়ার ।
যেথা সেথা যাই ,সে বদন নাহি পাই ,
ক্লান্ত চরণে বাজে,বেদনার করুন সুরে ।


তব ছুটেছি অনন্ত পথে
তোমাতে আমাতে অগ্নিমিলনে,
সাদিয়া মরেছি দিয়ে প্রেমো গলে
অশ্রু গেঁথে রচিয়ে মালা ।
গোগ্রাসে গিলে ,বেহজমে ঘুরি
বাসনা মুঠিতে,বৃন্তে ফুটাতে ,
পিছঢালা পথে আর ধু ধু মাঠে ।