------
মানষী ও মানষী ,
এ নিন্দুকের সমাজ
আমাদের বাস যোগ্য নয়,
ইহা শুভ মিলনের অন্তরায়,
এখানে নিন্দুকের বসবাস ।


             এসো বিচরণ করি নক্ষত্র জগতে
             গা ভাসিয়ে শীতল মেঘের ভেলায়,
             অনেক উপরে একান্ত শুণ্যে ,
             স্পর্শ করি তোমার অনঙ্গ চিবুক
             সপেঁদাও নিজেকে মেরু প্রভায় উর্ধ্বারোহনে।


কানে কানে কথা কহ
সুরে সুরে গাও গান,
তুমি আমার মধুর কথনে
খুশিতে আনমনে মেঘেরা হাসুক
এসো বুনি মেঘালয়ে ভালবাসার বীজ ।