------


আমার জন্ম দাতা জনক ,
  যার আর্দশ বহন করে
    চলেছি তাহার রাস্তা ধরে ,
      তিনি জীবনের মাইল ফলক।


জননী আমায় জন্ম দিয়ে সার ,
  গ্রাম থেকে শহরে
    নিয়ে আসে আমারে ,
       পিতার বুকে পেয়েছি শান্তির বাজার।


বুঝতে দেয়নি শুন্যতা ,
   ক্ষনিক জননী ক্ষনিক পিতা
     সদাই ছিল মিতা ,
        তিনি নেই আজ শুধুই শুণ্যতা।