যদি আমি ভুল করে
তোমার স্বপ্ন কুটির
ধ্বংস করে দিই ,
সে আমার একান্ত অনিচ্ছা সত্বে,
দোহাই ভেবোনা এ আমার
প্রতিশোধ পরায়নতা------ ।


যত পারো আঘাত করো
অশান্ত মন শান্ত করো ,
তবে মিনতি শুধু একটা
দেহাবন্তরে স্পন্দন যদি
বন্ধ হয়ে যায় ,
এ আঘাত হবে শুধু স্বার্থপরতা---।


বন্ধ না করলে অগ্নিদাবানল
এতে ক্ষয় হবে বল্ ,
নিরব নীথর প্রাণহীন
চামড়া বেষ্টিত একটা বাক্স ,
আমীত্বহীন এ নিথর দেহে
আঘাত হবে নির্মম বর্বরতা----।


তবু এ দেহ বলবে
তুমি আমার ছিলে,
শুধু আমারই রবে ,
ভিতরে বাহিরে সকাল সন্ধ্যা
সর্বাগ্রে সর্বাত্রে থাকবে,
হারানো আমীত্বের সম্পৃক্ততা----।