------
রং ভুবনে রঙের মেলায়
রঙ্গরসে যায় বেলা ,
খোলসমাখা অভিনয়ে
নিখুঁত প্রেমের খেলা ।


আপন আপন ভেবে যারে
রেখেছো বুকের ভিতরে
সেই মানুষে মায়ার বুকটা
টুকরা টুকরা করে ।


নিঃস্বকলংক ভালবাসা
কুতকুত খেলা মনে করে ,
মানুষ রুপি দানব ওরা
মন ভেংগে টুকরা করে ।


স্বার্থের খেলা স্বার্থের মেলা
অর্থই সকল সত্তা ,
স্বার্থহীন ভালবাসা
সবই আলুর ভর্তা ।


এসো সবাই নিজকে চিনি
আপন সত্ত্বা খুজি ,
কলোব জন্ঝাল পরিস্কার
স্রষ্টার প্রেমে মজি ।