-----
সখ্যতা আমার মুচির সাথে
দেখেছি দৃষ্টি সদা
মানুষের পায়ের কাছে,


আহামরি কোন স্বপ্ন নেই
জুতা সেলাইয়ে যা পায়
তাই নিয়ে সুখে আছে ।


সখ্যতা মোর সুইপারের সাথে
অপেক্ষায় থাকে ময়লা পরিস্কারে
কখন তার ডাক আসে ।


সখ্যতা মোর রিক্সাওয়ালার সাথে
স্বপ্ন নেই গতরে খাটে
নাক ঢেকে ঘুমিয়ে আছে ।


সখ্যতা শ্রমিকের সাথে
অপেক্ষা থাকে সিরিয়ালের
কখন শ্রমের ডাক আসে ।


সখ্যতা অট্রালিকার মালিকের সাথে
অগাধ স্বপ্ন ঘুমনেই দু চোখে
অর্থ কখন আসে !


অনাহারি কয়জন পাশে
আত্বীয় অনাত্বীয় আছে
সেদিকে তিনার খেয়াল আছে !


জীবনের জন্য অর্থের পাশে
অর্থের জন্য জীবন নাশে
অতি আকাঙংখায় দুঃখ আসে ।