----------------
শ্রাবনের বর্ষা মূখর এ দিনে
বাহিরে ঝড় বহে
হৃদয়ে স্মরণে আসে
বেদনাময় জোয়ার বহে।


পাখিরা সব ঝড়ে ভিজে
গাঁ ঘেষেঁ পাশে বসে,
বসে আছে প্রত্ত্যুশে
একটু উষ্ঞতার আশায় ।


আমি উষ্ঞতার প্রত্যাশি
শীতে দেহ থরো থরো,
হৃদয় এখন মরো মরো।
তুমি কি বুঝনা !


প্রতিটি মুহুর্ত যেন ঘন্টা
বিরক্তকর অপেক্ষা,
বাতায়নে বিশাল পথ পানে
তুমিহীন সবই ফাকাঁ।