----------
ওগো
নন্দিনী,স্বইচ্ছায়
তুমি হলে অন্তরায় ,
থাকো অদৃশ্যে নিশ্চিন্তে নিরাপদে,
তোমার অতৃপ্ত পিপাসায় বিদ্বেষ নেই
তোমার তৃপ্তমন আমার অশান্ত মনের অংশ ।


লাবণ্যময়ী
ললিত রঙে,
তুমি কুয়াশার কুজঝটিকায় ,
অদৃশ্য অশরীরী নিরাকার হয়ে ,
বিজলীমিশ্রিত মেঘমালা অজস্র ঝটিকায় জলস্রোতে ,
ভাসিয়ে দাও ছলনার আবাসভুমি আর এধরনী ।


প্রিয়স্বীনি
ধুয়েযাক ধরনী ,
ধ্বংস হউক ছলানাময়ী ,
জলকে কালি করে কলাপাতা
কাগজ বানিয়ে,কবিতা কনিকা পান্ডুলীপি,
লিখে যাবো অনর্গল তোমার গুণকীর্তন করে ।