মোরা ভাই বোন দুইজন
তচ্ছা আর মোচ্ছা
মা বাপের আদরে ধন ।
মোটাভাত আর মোটা কাপড়
গতরে ঢাকি তবু ও
হানাহানি দুইজনে সারাক্ষণ


অসহ্য হয়ে কহিল জননী
ডাইনে বাইয়ে না দেইখ্যা
চলিতে পায়ের বৃদ্ধাংগুলি দর্শন ।
মোগো কহিল না মোরে কহিল
হেই নিয়ে ঝগড়া শুরু
ফাঠাইলো মোর গালের পাঠাতন ।


হেই বলে মোরে কইছে
মুই বলি তরে কইছে
এ নির্দেশ মেনে চলি দুজন ।
অনেক বছর পরে
বুবু গেল পরের ঘরে
মোর ছিল নাদুশ নুদুশ বদন ।


দশ ক্লাস পাশ কইরা
গাঁয়ের মেঠো পথ চইল্যা
করিতাম দুজনকে পাঠদান ।


চলার পথে একদিন


পতিক--ওহে কুমার সুদর্শন
দাড়াও একটু ক্ষণ
কেন দৃষ্টি নিম্মক্ষণ ?
আমি--মোর মায়ের শিক্ষা
না তাকাতে ডাইক্ষা পাইক্ষা
কেন পিছু ডাক যদি বলতেন ।


পথিক--তুমি এতো সুন্দর
আসিতে যদি মোর অন্ধর
করিতে মোর কন্যার পাঠদান ।
আমি--লজ্জায় মোর মাথা যায়
কি করিবো কি উপাই
অবশেষে করিলাম সম্মতিদান ।


ছাত্রী--ওহে সুর্দশন মাষ্টার মশাই
মোগো ঘরে ভাল রসনা আজ তাই
দুপুরে যদি করিতে ভক্ষন ।
আমি--কি রসনা করিবে আজ
আবার আসতে সময় নাশ
সুধাও মোরে এখন ।


ছাত্রী--সুড়ি সুটকি বেগুন আর ভর্তা
রুই মাছের লেজ্জা আর মাথা
অথিতিকে করি পরিবেশন ।


আমি --- হা হা হা হা হা হা