স্মরণে
আছো বলেই
হাত বাড়ালেই দুঃখ,
আমার স্বপ্নের ধুসর ললাটে
রক্তক্ষরণ হৃদয়ে ক্লান্তি ভরা নয়নে,
অবুঝ মনকে বুঝিয়ে রেখেছি স্বপ্নময় জ্বালে ।


আনিও
অতীত কথন,
পরগাছায় ভরা মস্তিস্কে,
ক্ষণে ক্ষণে গত হওয়া
রোমাঞ্চময় স্বপ্নময় অতীতের হারানো স্মৃতি,
মিথ্যার মাঝেও আনন্দময় স্মৃতির জাবর কাটা ।


মোরে
বুভুক্ষের মতো ,
বিষাদেভরা নির্জনতায় রেখে
হাত বাড়ালেই ছোয়া পাবে ,
নিস্তব্দ শুণ্যতার মায়াজালে আমি সুখী,
তোমার অদেখায় বিকীর্ণ রোদে অনিদ্র অবিচল ।


বিকালে
রক্তাবো সুর্যাস্তে
মানবহীন একা তটে
ঈঙ্গিতে ভাবে বুজিয়েছো আমায়
কখনও আসিবেনা একাকিত্বের এ আঙ্গিনায়
তবুও আমি থাকিবো প্রতিক্ষায় জীবন যবনিকান্তে ।