------
রক্তেঝরা ৭১ এ
এলো সোনার বাংলাদেশ
সুজলা সুফলা শষ্য শ্যামলা
দেখতে লাগে বেশ ।


বারে মাসে ছয় ঋতু
স্রষ্টার অপার দান ,
এসো মোরা করি পণ
রাখবো বাংলার মান ।


পল্লী মেয়ে কলসী কাখেঁ
আউলা বেশে হেটে যায়,
বৃক্ষতলে গামছা মাথায়
রাখাল বাশিঁ বাজায় ।


বসন্তের বার্তা আনে
কোকিল মধুর তানে ,
নৌকা চড়া নববধু
তাকায় অকাশ পানে ।