------
স্বাধীনতা তুমি নয় মাসের
রক্তে ঝরা রক্তের স্তুপ
স্বাধীনতা তুমি অমানুষিক নির্যাতনেও
বাঙ্গালী ছিলনা নিশ্চুপ ।


প্রতিবাদের বজ্রকন্ঠে
মরণপণ লড়াই
এ লড়াইয়ে জিততে হবে
এ লড়াই বাচাঁর লড়াই ।


স্বাধীনতা তোমার, রক্তিম সুর্য্যের আলো ,
শীতের তীব্রতায় ও আমার লাগে ভাল ।
স্বাধীনতা তুমি আমার মায়ের আচঁলের পরশ,
ওগো স্বাধীনতা তুমি আমার
পিতার স্নেহের পরশ ।


প্রিয় স্বাধীনতা তুমি আমার
রাখালিয়া বাশিঁর সুর ,
স্বাধীনতা তুমি নর সুন্দরের
ধারালো একটি ক্ষুর,


স্বাধীনতা তুমি বাংলার মাঝিমাল্লার
ভাটিয়ালী সু মধুর গান ।
ওগো স্বাধীনতা তুমি, পাকিস্তানী নরপশুদের
পরাজয়ের কলতান ।


স্বাধীনতা তুমি বার্ষিক আনন্দের
এক মহোৎসব ,
স্বাধীনতা তুমি শুভ সকালের
মিষ্টি পাখির রব ।