------
তুমি কেমন ?কেমন তোমার মস্থিস্ক ?
কেমন তোমার আমীত্ব ?কেমন তোমার দৃষ্টিভংগি ?
তোমার আমীত্বের ছায়াভরা খুজি আমি সেই কপোতিকে ।


নিলাভ বিশালতরঙ্গে দিগন্ত থেকে পর্বতে,
মরুদ্যানে লালভ বালুর স্তুপে
অস্থির অশ্রুসজল পল্লবে ।


খুজেছি মেঘালয়ে জল স্রোতস্বিনী বর্ষনে
সুনীল অন্তরীক্ষ মরুদ্যান ঘেষাঁ কৃষ্ণ গহ্বরে
অঝোরে নয়নবারীর স্রোতধারা প্রস্রবে ।


কোথাও নেই তোমার প্রতিচ্ছায়া ।


লক্ষ কোটি অনন্ত সময় পার করে
তবু খুজবো তোমার প্রতিচ্ছবি ,
স্রষ্টা, কোন অন্দরে সৃষ্টি করেছেন কিনা ?


আমি পঠিত করেছি মহাভারত,
খুলে দেখেছি গোটা রামায়ন,
তোমার চরিত্র আছে কিনা ?


যেহেতু রয়ে গেলে তুমি অজানা  ।


প্রয়োজনে হৃদয় নিংডিয়ে
গভিরতম ভালবাসার সুবাশ ছড়িয়ে
সুরভিরঙ্গন আহাজারি সুর তোলে ।


পেয়েছি, তুমিই একমাত্র সৃষ্টি এ রং ভুবনে,
সুতারাং অজস্র কষ্ট অযথা আয়ু নষ্ট,
জীবন আজ যবনিকা দৃষ্টির ভুলে ।