--------------
আসিতে
যদি তুমি
বাদল ঝরা দিনে ,
অঙ্গাস্পর্শে শিহরণ তুলে
ভিজিয়ে শরীর ভেজায় তোমার অঙ্গে ,
বুকের অন্তরালে রাখি,দেখিতাম খুলে আখিঁ ।


যদি
পেতাম গাঘেঁষে ,
হাতের আংগুলের স্পর্শে,
দুহাত চেপে ধরি সন্তর্পনে,
হয়ে যেতে তুমি মোর রাধিকা ,
মরাল গ্রীবায় শিহরন তোলে ঢেলে প্রেমোসুধা ।


কাছে
এসো নন্দিনী ,
দাও উত্তাপের শিহরণ
হারিয়ে যাও মোর বাহুডোরে ,
অতৃপ্ত পিপাসায় শিহরিত হয়ে ,নিজেকে
দাও বিলিয়ে ,এসো হারাই অমৃত সাগরে ।