আমি ছুটে চলেছি,পাহাড় থেকে পাহাড়ান্তে
মেঠো পথের বাশঁঝাড় পেরিয়ে,
জল কদর খালে ছোট নদী,
কারো প্রতিবন্দকতা মানিনা ।


আমি ছুটে যাবো,উচু পাহাড়ের তলদেশে,
চারিদিক তুষার ঝড়,ছুটতে পারি যেন দিকবিদিক,
কুয়াশায় অস্পষ্ট দিগন্ত পাহাড়,
ধুয়ে ফেলবো দেহ থেকে তোমার ছোয়া ।


উপভোগ করবো শরীর জুড়ে হিমান্ক বাতাস
ধুয়ে মুছে একাকার হবে কষ্টের সমীকরণ ,
তোমার কলংকের দাগ মুছে
হবো নিঃস্বকলংক ।


আবার আসিবো ফিরে পরিচ্ছন্ন মানূষ হয়ে
তবে তোমার সেই আমি হয়ে নয় ,
তোমার হাস্যতা দেখিবো না আর নয়ন খুলিয়া,
ঐ মায়ায় আর জড়াবো না, ছলণার গহব্বরে ।


বদলে নিয়েছি বদলে গেছি,
তাই তুষার পাতে করিবো আমি
পাপ মুক্ত স্নান,
নবো যুগে আবিস্কার,নবো মোর প্রাণ ।