নীরব কেন কবি ,খোলো তোমার আখিঁ,
নরপিশাচ দেখো,নিদন করে মানুষ, কতই সুখী ।
সুবিশাল দেহ,লাবন্যময় প্রত্যঙ্গ
অপরুপ দৃষ্টি নন্দন,তবু সে নগন্য ।
লিখে যাও কবি, ধিক্কার দিয়ে কবিতা ,
জানিবে প্রজম্ম, ইতিহাসে লিখা রবে তা ।


আইন প্রণেতার আইন ,অর্থ দিয়ে কেনে,
বিচার কাদেঁ অর্থের কাছে,মজা পায় সে খুনে ।
জননেতার পদলেহন, স্রষ্টার নেই স্বরণ,
কে দিয়েছে দেহ ঘরে সুন্দর একটি প্রাণ ।
তোমার কালি খরছ করে লিখে যাও কবি,
নব প্রজম্ম দেখিবে, ইতিহাসের এ ছবি ।


৫/২/২০১৩
রাত ১১টা