------
আমার
দুহাত বাড়িয়ে
সবুজ মাঠে দাড়িয়ে
অন্ধকার প্রকৃতি বাহিরে বৃষ্টি,
এসো দুহাত ধরো করো সৃষ্টি,
অস্বস্থিকর অপেক্ষণ,দিয়ে ভেংগে,করো আলিঙ্গন ।


দেহ
ধুয়ে যাক,
ঝড়ো বাতাসে বিষাদ,
নেভাও প্রজ্জলিত কষ্টের বিবাদ
আম্রফুলের সুগন্ধে সুবাশ ভরা স্বাদ,
তলিয়ে যাক বুকের হাহাকার, এসো প্রাণোনাথ ।


ধুয়ে
গড়িয়ে পডা
মোর দেহের জ্ল,
ধুয়ে যাক অবয়ব স্থল
ও বদন লুকাও মোর বক্ষে,
আখিঁ মুদে সুখের স্বপ্নে তন্দ্রা যাও ।