---------


তোমায় বলতে চাইনা দ্বিচ্ছারিনী
বলতে চাইনা সোহাগিনী
মনের মাধুরী মিশানী রং শুকিয়ে
তুলিটা থেতলো হয়ে গেছে ।


আকাঙংখা সমান্তরাল,
স্বপ্ন হয়েছে কবর,
হাটু মুটি দিয়ে বসে
এক পা কবরে গেছে ।


সবতো কেড়ে নিয়েছো
তবু কৃতজ্ঞতার বারতা তোমার কাছে,
কলম হাতে ধরিয়েছো
সমাজ আমায় কবি বলছে ।


তোমার স্মৃতি রোমন্থন করে
শব্দকে শব্দকোষে করে বন্দিনী
করুণ সুরে সাহিত্য রাগিনী
এ কলম তোমার কথা লিখছে ।


লিখে যাবো হাসি কান্না রাগ
আভিধানের সব শব্দালংকারে,
নিশ্চিহ্ন হয়ে যাই,তাতে কি
তোমায়তো মানূষ জানছে ।