হৃদয়ে জমে যাওয়া
নানা রঙের সব বেদনা নিয়ে,
ইন্দ্রিয়নুভুতি কাম ভোগ জ্বালা
সবই জলান্জলী দিয়ে
অমসৃন পিচ্ছিল রাস্তায়
আজ আমার পথ চলা ।


বড় হাফিঁয়ে উঠেছি
অচেনা অদৃশ্য সীমানায়,
অবরুদ্ধ কষ্টে নিয়ন্ত্রিত,
তামাম অস্তিত্ব আজ অবহেলায়
শ্বাশত আধাঁরে আলোহীন আলেয়ায়,
আমিতো আমীত্ব ভোলা ।


অতীতের সব সাঙ্গলীলা
সুনিমীতে সব ভেসে চুর্ণ,
জমে যাওয়া ময়লা কাদায়
দেহ মন আজ পরিপূর্ণ,
আর চলেনা সম্মুখ যাত্রা
অবরুদ্ধ কষ্টের দহনে আমি পথ ভোলা ।