আঠার বসন্ত গত তে,পরতে পরতে
দেহ ভর করে রঙে,রসে ভরা ভূতে,
কালো ধলো আঁধারী ,সবই সোয়ারী
সকল রঙের রঙ্গিন সুখের স্রোতে ।


কোলাহল পৃথিবী দেখে সব ষোড়শী
প্রণয় রাগিনী যেন মেহেদী হাতে,
স্বপ্নের করবী করে দেবে মালা গলে
অবিরত কৌমুদি জল ভেসে যায় রথে ।


এ দেহে তেজোদ্বীপ্ততা আছে যতক্ষণ
সুখময় জগৎ আর প্রেমের বর্গাচাষ,
উত্তপ্ত ভাটার টানে বীরঙ্গনা ভুবন,
ফ্যাকাসে সব সুন্দর প্রেমের হয় হ্রাস ।


বয়সের ভারে আকাঙ্খার যবনিকা অতলান্তে
দিগ্বিদিক নহে আঁখি মনের সমাধি রচে,
অসময়ে সবাই মুন্ডন্হীন বিভৎস সুসময়ের প্রিয়জন
কেহ কাহারো নয় নয়নে বারি শুধু,হাটূ মুডে বসে ।