সীমাহীন সমুদ্রের সীমানায়
সন্ধ্যার শ্যামল ছায়ায়
আর কতক্ষণ!


জনশূন্য শুদ্ধতায় একা আমি
দিকবিদিক দৃষ্টি নিক্ষেপ,
শুধু আঁধার আর আঁধার
প্রণয়ের প্রতিশ্রুতি কেন
ভঙ্গ করো প্রেয়সী!


গলে দেবো যে মালা
শুকিয়ে মর্মর বাড়িয়ে যায় জ্বালা;
কি করে তোমার নজর কাড়ি।


কত গল্প এঁকেছি মনে
তোমাকে শুনাবো পুলকিত ক্ষণে,
অপেক্ষার সমাধি হয় না বলে
শিহরণে মুছে যায় সবই।


নিশি নিশ্চিহ্ন প্রায়;
সম্মুখে আঁধার সমাধি
প্রহর আলোকিত হবে এখনই,
প্রণয়ের মাহেন্দ্রক্ষণ প্রতীক্ষায়
স্বপ্ননাশি হয়ে পরবাসি।