প্রত্যুষে
নিত্য জেগে,
সৎ জীবিকার তাগিদে,
আপন প্রজন্মের অন্ন যোগাড়ে,
মহাকালের যাত্রী যেন চলেছি নীলাম্বরে,
একটি সুখের প্রসব প্রহরে প্রতিক্ষ বিমুঢ়ে ।


নিরবধি
একটাই স্মরণ,
করি আজকের ভোজন,
রসনা বিলাস বড়ই দুঃস্বপন,
সুখের দ্বৈরথী দ্বন্ধে কাটছে জীবন,
সুখের নকঁশিকাঁথা জাগতিক দ্রোহ স্বপ্ন বিলাসন ।


সংগ্রাম
শৈশব থেকে,
আপন রিযিক যোগাতে,
কর্মই ধর্ম নিজকে বাঁচাতে,
জন্ম থেকে যবনিকা পরকালের পথে,
পরের হীতে পারিনা পর কল্যান সাধিতে ।