সবই আছে সবাই আছে
চতুরাংশে মমতায় ঘিরে
এ শুধু দৃষ্টি ভংগীর ভুল ।


তৃষ্ণার্থ হয়েছি পাইনি জল
ক্ষুদার্থ হয়েছি পাইনি আহার
শীতে থরঁথরঁ পাইনি কম্বল,
জ্বরে দেহ কম্পন পাইনি ঔষধ ।
অথচ ঘিরে আছে শুভাকাঙংখীর দল ।


এখন আছিতো বেশ ,
সুশীতল নিরিবিলি ঢংঙে ,
নিঃস্বার্থ প্রকৃতির নির্মল হাওয়ায় ,
অতি আপন দুটি নয়ন ,
চলায় পায়ের পাতা ,
দুটি হাত,ভাব প্রকাশে মুখ ,
আর কি চাই !


আমিত্বের নিগাদ নির্দেশনা ,
কাটছে তো ভালই প্রতিক্ষন ,
প্রমানিত সংজ্ঞা—
মানূষ শুধু স্বার্থের জন্য ।