কত স্বপ্ন কত আকাংঙখা
স্বাদের কত রং,সব মিলিয়েতো
শ্রাবণের এ বরষায় তুমি প্রণয়ীর
হাত ধরে হারিয়ে যেতে,
চেয়েছিলুম উত্তাপহীন অভিলাষে ।


কিন্তু রঙ্গিন বিজলী বাতির মতো
তোমার মন পরিবর্তনে আত্বভুলে ,
তিমীর বিলীন হয়ে যায় ।
হারিয়ে ফেলি আমীত্ব ,
ভুলে যাই কোথাই দন্ডায়ন !


বিপদ সংকুল দিকভ্রম
আমার শান্ত মনের অষ্ঠেপৃষ্ঠে ঘিরে,
কখন জানি ঝন্জাট চিত্ত বিরূপী বাতাস,
বিরাগের ব্যথাভারে সব তছনছ করে ,


হরদম ভীতমন তব তপস্যা তোমাতে,
আধাঁরের বুক চিরে,
অশুভ শক্তি পায়ে টেলে,
যদি আসো মোর বক্ষে ,
শুধূ সেই প্রত্যশায় রইলুম ।