তুমি আমার ছায়া হও
হয়ে যাও ঘর্মাক্ত গন্ধ,
আমার অস্থিরতার মর্মর শব্দ হও,
হও বিকালের সূর্য্য,
নিঃসঙ্গ রজনীতে পূণ্যমাসীর চাঁদ ।


হও বিবর্ণ বিভাসে
চৈত্রের উত্তপ্ত গ্রীষ্মের দুপুর
আবার বিকালের হিমেল হাওয়া,
পল্লবিত কুসুম কলি,
সুগন্ধ ঢালুক আমার সারা অঙ্গে ।


হয়ে যাও মনের আকাশে
পাখনা খোলা বিহঙ্গ পাখি,
তোমাকে ভালবাসি ---
আমার জম্মেরমত সত্য ।
এরপরও থেকে যায় অপূর্ণতা,
আরও ভালবাসতে ইচ্ছে করে,
কিন্তু ---
আমি যে সীমারেখার শেষ প্রান্তে ।


মৃত্যু ও সঙ্গম,মৃত্যু ও আলিঙ্গন
প্রাণহীন দুটো দেহ,
চেতনাহীন পড়ে রবে,
এইতো চাওয়া ,শেষ যবনিকা ,
আর কি !