বর্গা চাষার ছেলে আমি
ভেন্না পাতার চাউনি ঘরে,
ছেঁড়া চটে শয়ন মোদের,
সুখের নিদ্রা নয়ন ভরে ।


পান্তা জলে পোড়া মরিচ
সকালে খাই পেট ভরে,
লাল শাকে ভাত লাল করে
আহ্লদে খাই দ্বিপ্রহরে ।


শৈশব পেরিয়ে অধ্যাবসায় শেষে
নব জীবনে পদাপর্ণ ,
দেখিলাম আচমকা নয়ন খুলিয়া,
সুখে মাখা আহ্লদে কত সুখীজন ।


কষ্ট কেঁদে উঠিল মন
স্মরণে অতীত জীবন ক্ষণ,
কত কষ্টে ছিল জীবন,
বুঝিলাম পেয়ে সুখের বন ।