মস্তিস্কে আজ শব্দের মিছিল
ইচ্ছে অনিচ্ছার মাঝে ,
খন্ড মিছিলে জড়ো হয়ে
মৃদু পায়ে হেঁটে চলেছি ।


বৈশাখের দাবদাহে
রোদ আর উত্তপ্ত হাওয়া
মলিন গায়ে মেখে
বেসুরে গান গেয়ে চলেছি ।


অবশেষে কর্ণফুলির পাড়ে
স্থির হয়ে থেমে যায় পা,
অবলোকন দিগন্তের ওপারে
বিভাবনে উত্তাল ঝাপটা উপভোগ করেছি ।


লোনা হাওয়ার ঝাপটার ছিটে ফোটা
ললাটে চুমুক দিয়ে যায়,
এবার কবিতা লিখার পালা
ধ্যানে জ্ঞানে বাক্য তৈয়ার করে চলেছি ।


ওগো সূর্য্য একটু দাড়াও
অস্তমিত হয়ে আধাঁর ঢেলো না ,
বাক্যের সাথে অর্থের মিশ্রন
সুদীর্ঘ সম্পর্ক করে চলেছি ।