আমি কাঁচা ফল পাকিয়ে দেবো
বিষাক্ত রঙে রাঙিয়ে দেবো,
আমি ম্যাকাপ লাগাবো,
ভ্যাজালে চাকচিক্য আনবো,
দৃষ্টি আকর্ষনে মানবের রন্ধ্রে করিবো প্রবেশ,
ধ্বংস করে দেবো প্রজন্ম থেকে প্রজন্ম ।


আমি থাকিবো সুখে প্রজন্ম নিয়ে বুকে
সভ্যতা নিশ্চিহ্ন হয়ে যাক ধুকে ধুকে
আপন আখের গোছিয়ে
কাল থেকে কালান্তরে থাকিবো সুখে ।


আমি হিটলারের প্রতিচ্ছবি,
সক্রেটিস- গ্যালিলিও- ব্রুনো,
নই মেঘনাদ- দুর্যোধন,
হতে চাই না প্রীতিলতা কিংবা সূর্য্যসেন ।


এ সভ্যতা মিথ্যার পুজারী
ভ্যাজাল প্রসেদনে মাখা বদনের পুজারি ,
আমি সৎ সাধ্বী সেজে কি আর করি ?
কুলুষতা কালিমা ভরা এ সমাজ
মার্গের চরে বন্দি আজ সত্যের তরী ।


আপন স্বার্থসিদ্বির জন্য
ভোজনীয় পন্যে মিশানো ফরমালিন,
মরণব্যধি ক্যান্সারে,দেহাভ্যন্তরে,
শেষ করে দেবো এ ভুবন এ জমিন ।


যেদিন হবে মানবের হুস
সেদিন আমি হবো ক্ষান্ত,
প্রতি ক্ষণ হয় অপরাধ,হয়না প্রতিকার
আমি নীরব নিথর হয়ে, কেন থাকবো শান্ত ?


যেদিন সভ্যতা শিখিবে
আমায় ধিক্কার দিবে,অভিনয় ক্ষান্ত করে,
করো জোরে করে মিনতি ,
আসিবো পুণ সঠিক সভ্যতা নিয়ে
এই নাও ফিরিয়ে দিলেম করি আকুতি ।