বসন্তের পর বসন্ত
  নির্দয় করাঘাতে
   সব বাতায়ন খুলে
    নিরুদ্ধ অর্গল
      নীল আকাশে অন্তরীক্ষ ।


উপত্যাকার ঢাল বেয়ে
কষ্টরা সব জড়ো হয়ে
  মর্মরীত প্রেমোগীতে
   মেঘ পালকেরা আড়নয়নে
    ছায়াহীন বটবৃক্ষ ।


উড়ন্ত কমল ছুটে
আমায় শীঁর ঠুটে
  দুরন্ত বাতাস ছুটে
   আমার কুমুর নাম রটে
    কেহ নহে মোর সমকক্ষ ।