যতই মনো সৃজন করি
মনের সব রং মিশিয়ে,
বুঝিনা তব কেন,
থেকে যায় দাগ ।


একটি মন একটি প্রান
একের অধিক নহে প্রদান,
বাকিরা সব রঙ্গিলা,
ক্ষণস্থায়ী সব বাঁধন ।


এতে করে কেন বিভাজন
অকারণে খরা জলোচ্ছ্বাস,
হারিয়ে যায় হেমন্ত আমেজ
সহেনা আর অভিমানে বাস ।


মান ভাঙ্গাতে এত ক্ষয়
মাস বছর যুগ ব্যয়,
বাসিয়ে ভাল কবে প্রেমোদান
অহেতুক অভিমান সময় অপচয় ।