কল্পনার রাজ্যে স্বপ্ন নিয়ে
লুটোপুটি দারুণ লাগে,
সাজানো যায় মনোসৃজনে
কোনটা আগে কোনটা পরে ।


অসম্ভব বিশ্বাসে ক্ষণে অনুভবে
যেমনি চাই তেমনই হয়,
সে ভুবনে রংএর জোয়ারে
তুলি মিশে একাকার হয়ে যায় ।


বিশাখে অবসরে লম্বা শয়নে
আখিঁ মুছে ঘুমের ভানে,
রড সিমেন্ট মিস্ত্রীহীন আবেশে
সবেগে শুন্য দালানে ।


স্বপ্ন ভেংগে বাস্তবায়নে
সন্ধিত ফিরে অচেতন মনে ,
বিস্ময়ে বিমোহে নৈরাশ্য দোলায়
চুরমার স্বপ্ন খানখানে ।