শৈশবের
সোনালী দিনে,
দেখিতাম যদি কালো,
অস্বস্তিকর বিষন্নতা লাগিতোনা ভাল,
পঁয়তাল্লিশ বসন্ত যখন গতহয়ে গেলো,
কালো চুলে সাদারা, এসে উঁকি দিল ।


যখন
সাদারা সাদা
কালোতে দেখি আলাদা,
বাসন্তি রঙে কৌশিকে বাঁধা,
কালোহীন কিকরে কৃষ্ণের থাকি রাঁধা!
পাকনা চুলে সৌন্দর্য্য হয়ে গেল বাঁধা ।


হারাইলো
শোভা আমার ,
ললাটে ছাপ মলিনতার,
সুন্দরের শীরমনি কালোই মমতার ,
কালো ছিল বলেই যৌবনের বাহার ,
করিনী যতন বুঝিনী রতন করিলাম ছারখার ।