কি সমস্যা তোমার ?
আমার বাগিচা ঘেঁষা বক্র পথে
বাঁকা ভঙ্গিতে হেটে চলো ?
কেনো আসোনা আমার আঙ্গিনায় ?
উঁকি দাও জুকি হয়ে,
কাকে খুজো তুমি ?


তোমার দেহাবরনের ঝলকে,
রাঙ্গা পাদুকার ছলকে,
কোমরে বিচা চকচকে,
স্রোতস্বীনি নদী বয়ে যায়
যেন পলকে পলকে ।


আমি সম্বিৎ হারিয়ে,
অপলক নয়নে তাকিয়ে,
নির্জনতায় নিজকে হারিয়ে,
স্বপ্ন আঁকি স্বপ্ন বুনি,
প্রিয়স্বীনির পানে তাকিয়ে ।