এই -----শুন !
আজ গোধুলী বেলায়,
সবুজাবো নীরব বৃক্ষের
শতাব্দীর পুরনো গাছের নীচে এসো ।
সু শীতর ছায়ায় দাড়িয়ে রব ,
তোমার অপেক্ষণে ।


স্বর্গ রাজ্যের উদ্যান থেকে
নিয়ে আসা ফুটন্ত গোলাপ,
তোমার খোপাঁয় দিয়ে,
আমার না বলা বচনের ,
দুর্বলতা তোমায় জানাবো ।


জমে থাকা ভালবাসা
গলিত পিন্ড হয়ে ওষ্টাগত প্রাণ,
সহে না বিষাদের অশ্রুবিন্দু,
বুকে সাহস নিয়ে,
প্রজ্জলিত নয়নে ।


ঘন্টার পর ঘন্টা,দিনের পর দিন
যাক সপ্তাহ মাস বছর,
নিন্দুকের কাটাঁতার পেরিয়ে,
তোমায় বুঝাতে চাই,
আমি তোমায় ভালবাসি,
তুমি শুধু আমার ।