আমার বাস্তব কষ্টের আধাঁরগুলো
স্বপ্নে কেনা সুখ দিয়ে
কখন ও আলোকিত হয়না ।


কষ্টের আধাঁরের কাছে,
স্বপ্নের সুখ অবশ অভুক্ত বড় ক্লান্ত ,
তৃষ্ঞার্থ হরিণীর মতো,
ছাণাবড়া নয়নে ,যেন শয়নে কাতর ।


তবু দেখি স্বপ্নময় সুখ,
আখিঁ মুদে,কিছুক্ষন নীরবতা,
ব্যাস, আর কি ,সুখ আর সুখ ।


কি আছে মানে !
কল্পনার সামরাজ্যে অধিশ্বর হওয়া,
বাস্তব দর্শনে অবিরাম রক্তপাত,
শুন্যতা ব্যর্থতা ,পঙ্গুত্ব বরণ অনিবার্য্ ।


না, স্বপ্নে সুখে আর নয়,
নেতিবাচক দৃষ্টি দিয়ে বাদ,
ইতিবাচকে হয়ে যুক্ত,
নিজেকে করি স্বপ্ন মুক্ত ।