ভনিতা শেষে,
আমার কল্পনার তেতো মাখা স্বপ্নগুলো,
অসীম ব্যথার অগ্রন্থিত অক্ষর
অকন্খিত ভঙ্গিমা দিয়ে,
তোমাকে জানালাম ।


ভেবেছিলেম নাক সিকেঁই তুলে
ব্যঙ্গহাসি দিয়ে,বিদ্রেুাপের সহিত
আমায় বলবে,
যাও তোমায় ডিলেট করলাম ।
      
      কিন্তু


তোমার দুর্লভ প্রতিভা দিয়ে,
এমন ভাবে প্রকাশ করলে,
যেন এ কথনের অপেক্ষায় ছিলে
যুগ থেকে যুগান্তর ।


    ভেবেছিলেম


তোমার ঠোঁটে অজানা শব্দরা
এক কথায় প্রকাশ, আর বাকধারার
অদৃশ্যময় বর্ণমালার মিলনে
অর্থের নাক্ষত্রিক নৈঃশব্দ্যে ,
অগ্নিস্পুলিঙ্গের মতো ডেলিভারী হবে ।
  
        না গো না
তোমার প্রতিভা মাপার ইঞ্চিটেপ আমার নেই
তুমি সাগর নয়,মহাসাগরের পরের শব্দ
আমার জানা নেই,জানা থাকলে
তোমার তুলানা দিতাম ।
    স্যালুট তোমায়
আমার জম্ম জম্মান্তরে তুমি অনন্যা