তুমি
হও শান্ত
নিজকে করো ক্ষান্ত
ভাবো একবার তুমি কার
তুমি অন্যের শুক্রানুতে এসেছো ভবে ,
স্তন্য মুখে জননীর জরায়ু ভেদ করে ।


গর্ব
কিসের তোমার !
প্রকৃতির আবাহাওয়ায় বিচরণ
ভোগে স্রষ্টার আহার নিঃশ্বাস ,
আছে তোমার রবের প্রতি বিশ্বাস !
গরিমা ত্যাগ করো দাসত্ব স্বীকার করো ।


করো
কেন গরিমা !
মরলে কাধেঁ অন্যের
গোসল দেয় সুজন সুগন্ধের ,
চারবেহারা কাধেঁ করে নিয়ে সৎকার
বলো এবার আত্বগরিমা আছে কি দরকার ?