-----------------
আমার পৃথিবীতে তুমি আমার
             মায়ায় আচ্ছন্ন একটি নক্ষত্র,
আমার চলার পাথেয় তুমি,
            সবুজাবৃত দিগন্ত।


দুর পানে তাকিয়ে দেখা,
          কুয়াশাচ্ছন্ন পাহাড়,
অতই পানিতে উলঙ্গ আলোতে,
          চিক চিক করা বিস্তৃন্ন জলভুমি।


কখন ও সবুজ মাঠ,
           আকাঁ বাকাঁ মেঠো পথে
সবুজে ঘেরা নয়নাভিরাম বন ,
           কখন ও তুমি আমার প্রেরণা ।


আবার কখন ও শীতের সকালের
শিশির বিন্দু ,
             তুমি শীতের সকালের প্রত্যাশিত,
এক টুকরো সোনালী রৌদ্র,
             পড়ন্ত বিকালে অস্তমিত সন্ধ্যায় ।


কন কনে ঠান্ডা হিমেল হাওয়া,
             জড়িয়ে আছো দেহমন জুড়ে,
তাইতো তুমিহীন পৃথিবীতে,
            আমি বড়ই অচল।