কবিঃ- এই শুন –
তমাঃ-কিছু বলবে ?
কবিঃ-অনেক দিন জানাশুনা একই পথে পথ চলা,একটি কথা  হয়নি যে বলা ।
তমাঃ-চলার পথে দুজানাতে,কত কথাইতো হলো,
       কোনটা আবার হয়নি বলা ?
কবিঃ- আমার নিঃশ্বাসে বিশ্বাসে,বহির্গমন হিমাংক বাতাসে ,একটি কথা ঠোঁটে ডেলিভারী হতে চায় ।
তমাঃ-ঘনীভুত হয়ে সে কথন,জমাটবদ্ধ বরফ বিগলিত মন.বলে দাও,
       আমি আছি সে অফুরন্ত অপেক্ষায় ।
কবিঃ-ভাল লাগে ।
তমাঃ-কি ?
কবিঃ-তোমাকে ।
তমাঃ-শুধু ভাল লাগে?
কবিঃ- হা
তমাঃ-ভালোবাসো না ?
কবিঃ-সেই শুভক্ষণ, আসেনি এখন.ভাললাগা থেকে অংকুরিত হবে ভালবাসা ।
তমাঃ-ধন্য হে কবি, তুমি যে স্বপ্নময় রবি ,এটাইতো প্রেম এটাই আমার চাওয়া ।
কবি+তমাঃ-আজ দুজনার দুটি পথ ওগো ,একই ডোরে হলো বাঁধা ।
            তুমি আমার স্বপ্ন,আমি যে তোমার রাধা ।
            হা  হা হা,-হা হা হা ।