তোমার মায়াবি নয়ন পলক
যতই করে ঈশারা ,
ততোই মনের গহীনে
তোমার সুবাসের আনাগোনা ।
বাধাঁহীন ছুটে যায় ।


মনের বুনো অন্দরে ,
তোমার রূপের ছটক,
অগাধ রূপের ঢেউ ।
নব ক্ষনে নব আবিস্কার,
আমি কি আর আমার আছি !


বারংবার এ মন ছুটে যায়
তোমার দেহের ভাজেঁর
পল্লবীর বউনিয়ার বাকেঁ,
রৌদ্রের তপ্ত হাওযা
গায়ে না মেখে ।


আহারে কিযে সুখ—
কেন লুকাও !
আমার লোমশ বুকে,
তোমার মায়া ভরা মুখ !


শীতল বিছানে যতনে
গুণী হাতের গুণের তৈরী,
আমার স্বপ্নের সব রসদ,
ভাষাহীন অনুভুতি ।
আহারে---
আমি কি আর আমার আছি !