আমি আর কালো কাক সমকক্ষ,
আমি বসবাস করি জঞ্জালে ভরা জগতে।
সৌন্দর্যময় এ পৃথিবী,
যেথা সবাই সুন্দর ;
আমি কেবলমাত্র আবর্জনা ভুক,
বিচ্ছিন্ন বিশৃংখল অমানুষ,
মাদকাসক্ত ;
মাতোয়ারায় চূর্ণ করি শৈশব কৈশোর।
বার্ধক আনি যৌবনে,
পেশা করেছি নেশা কে
অভাসের হয়েছি দাস।
প্রিয় স্বজনের যত ইচ্ছে
আশার করি নাশ।
নাশ করেছি জীবন কে!
আজ ফেলি দীর্ঘশ্বাস;
আসক্ত আজ বিষাক্ত বিষে,
চলে না কেউ পাশে,
ঘৃণায় সবাই বলে কালো।
কালো বলুক পাশে না আসুক তাতে কি'বা যায় আসে,
ভাবি মাদক আছে পাশে,  
মাতোয়ারায় মত্ত জীবন,
তাইতো জীবনের সকল পথ আজ রুদ্ধো।