একুশ আসে ফিরে,
বাংলা মায়ের সায়রে।
বারে বারে ব্যথিত হৃদয়,
আকুল আবেদন আমার পরিচয়ের তরে।
আমি বাঙালী,
আমি সেই ছেলে ;
যার তাজা প্রাণ রক্তে ম্লান,
রাজপথের অঙ্গনে শ্বাণিত রক্ত ফুলের কানন,
আমি সেই অনিত্য মুখ,
ক্ষনপ্রভা ক্ষনজন্মা তোমাদের তরে,
বিলীন করি আমার তাজা প্রাণ ;
আমি বাঙালী,
আমি সেই ছেলে ;
মায়ের ভাষার তরে,
যার শরীর জুড়ে রক্ত আর পথের ধুলো,
গুলির ছিদ্রগুলো হাহাকারে ভরা!
সেই রাজপথ উলম্বিনী প্রাসাদের চূড়া ;
আর কি চোখ ঠেরে তাকাবে তাঁরা,
দেখবে কি ফাগুন পূর্ণিমা আজ বাংলার আকাশে।
বাঙালী বাঙালী গর্বে করি ধারণ,
তাঁদের রাখি আত্ম যতনে;
এখন সন্ধ্যা হলে নিষ্পাপ মুখ লুকাই মায়ের বাহুডোরে,
শুনি মায়ের মধুর বুলি ;
জানবে কি তাঁরা,
শুনবে কি আমাদের বোধদয়ের বুলি ;