তুমি একজন রাষ্ট্রপতি,
ছিলে জেলখানাতে বন্দী ।
তোমায় ফন্ধি করে ক্ষমতায় যেতে,
করেছিলো তারা সন্ধি ।
তুমি ত্যাগী অমর নেতা,
তোমার নেই কোন লোভ-লালসা ।
নেই কোন চাওয়া-পাওয়া,
দেশের তরে আছে তোমার শুধু মমতা।
গণতন্ত্রের তরে সপে দিয়েছ,
তোমার সকল ক্ষমতা।
তুমি এমন এক মায়ের সন্তান,
যে-মা, তোমায় দিয়েছে উপহার-
মোরা জানাই তাকে সম্মান।
আমরা তোমায় পেয়ে-পেয়েছি সু-শাসন,
তোমার তুলনা নাই।
তুমি ছিলে ভাই সেনা বাহীনির-
সর্বচ্চ পদে অসীন,
করে নিয়েছো আম জনতার অন্তরেতে ঠাঁই।
তুমি চির বাংলার বাঘ,
তোমার প্রাপ্তি অনেক।
নেই কেউ তোমার সম-মানের,
যারা আছে মাঠে হাতে গণা কয়েক।
তুমি দেশ সেবায় দেশের কান্ডারী,
গণতন্ত্রের তরে ত্যাগী নেতা।
তুমি ভয় করনা কোন হুংকারে,
এইতো তোমার সাহসীকতা ।
তুমি বঙ্গের সেরা নর-
প্রমান পেয়েছি বহুবার,
মহা-বিজয়ে সাধারণ নির্বাচনে।
তিন তিনটি আসনে-
করেছো নির্বাচন,
পারেনি তোমায় কেউ হারাতে।
তুমি দলীয় প্রধান,
জাতীয় পার্টির মান।
তোমার কর্ম তৎপরতাই,
তাহা করে প্রমান।
তুমি ন্যায়ের হাতিয়ার-
অধিক ধৈর্যশীল,
বাংলাদেশের প্রান।
তুমি দেশ সেবায় অন্যতম,
তোমার স্রোত আজও বহমান।
তুমি ধর্মে পরিচিত-
সবার তরে হয়েছো বিকশিত,
ইসলামী আলোয়ে মহিয়ান।
তোমায় কভু ভূলবো না,
তুমি আছো সবার প্রেরনায়।
দুঃখি জনতার দুর্দিনের পল্লীবন্ধু,
আবার হবে বলিয়ান।
তুমি অভিজ্ঞ পথ প্রর্দশক-
যে খানে যাই তোমায় খুঁজে পাই,
তুমি অতি চিরচেনা।
তোমার মত পরিচিত মুখ,
মোরা বাংলায় দেখিনা।
তুমি তড়িৎ কৌশলে সবার সেরা,
ক্ষমতায় অসীন থাকলে তুমি।
বি,ডি,আর বিদ্রোহে এত সংখ্যক-
অফিসার যেতনা মারা।
তুমি আইনের প্রতি শ্রদ্ধাশীল,
কভু যাওনি দেশ ছেড়ে।
এত অত্যাচার,এত নির্যাতন,
তবু রয়েছো দেশে পড়ে।
তুমি পুরুষ জাতির অহংকার-
রওশন এরশাদের অলংকার,
এতে নাই কোন সংশয়।
তুমি দেশদ্রোহীর ভীতির কারণ-
রাজাকারের হবে পতন,
যদি হয় কোন দিন তোমার বিজয়।
তুমি পেয়েছো ক্ষমতার স্বাদ-
ছিলনা তোমার কোন অপরাধ,
তারা দিয়েছে তোমায় কারাগারে।
হাসি মুখে জয় নিয়ে-
জয়ের মালা গলে পরে,
এসেছো আবার ঘরে ফিরে।
তুমি করে যাও সংগ্রাম-
একদিন পাবে ক্ষমতা,
সে দিন হাতের নাগালে।
তুমি করেছো নির্বাচন-
প্রমান করেছো আবার,
অভূত পূর্ব অধিক ভোটের বিজয়ে।
তুমি নয় অসহায়,
এগিয়ে যাও দ্রুত গতিতে।
সৃষ্টি কর্তা আছে ছায়ার মত,
তোমার মাথার উপরে।
তুমি কৃষকের মুখে,
দিয়েছ তুলে অন্ন,
বন্যা কবলিত মানুষকে-
দিয়েছ বাসস্হান আর পন্য।
তাদের দুর্দিনে।
তারা আজও তোমার কথা বলে,
চোখের পানি ফেলে।


রচনাকাল ২৭/১০/২০০৯ ইং
নিউ ইয়‍র্ক
----------------------------------------------